প্রকাশিত: ০৪/০৯/২০১৭ ৪:৩৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০৬ পিএম

পাকিস্তান: মায়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর ন্যাক্কারজনক নির্যাতন ও গণহত্যার নিন্দা জানিয়েছেন শান্তিতে নোবেল জয়ী পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলন কর্মী মালালা ইউসুফজাই।

রোহিঙ্গা নিধন কর্মকাণ্ডকে লজ্জাজনক উল্লেখ করে তিনি অবিলম্বে এই কাজ থেকে বিরত থাকার জন্য মায়ানমার নেত্রী অং সান সু চি’র প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার এক টুইট বার্তায় তিনি এই আহবান জানান।

সংখ্যালঘু এই সম্প্রদায়ের উপর যে নিধনযজ্ঞ চালানো হচ্ছে তা বিশ্বের কাছে মায়ানমারকে কলঙ্কিত করে তুলবেও বলে টুইট বার্তায় জানিয়েছেন মালালা। অশান্তির আগুন দ্রুত নিভিয়ে ওই অঞ্চলে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

টুইটার বার্তায় মালালা বলেন, যদি তারা মায়ানমারের নাগরিক নাও হয় তবুও তো শত শত বছর ধরে তারা সেখানে বসবাস করছেন। তাদের উচ্ছেদ করলে তারা কোথায় যাবে? বরং মায়ানমার সরকারের উচিত অবিলম্বে তাদের নাগরিকত্ব দেয়া। যেখানে তাদের কয়েক পুরুষ জন্মলাভ করেছে এবং বাস করছে।

জাতিসংঘ শরণার্থী সংস্থার হিসেবে, গত বছরের আগস্ট মাস থেকে মায়ানমার সরকারের শুরু হওয়া রোহিঙ্গা নিধন অভিযানের কারণে এই পর্যন্ত প্রায় ৭৩ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছেন। বাংলাদেশের সীমান্ত সংলগ্ন শরণার্থী শিবিরগুলোতে তাই উপচে পড়া ভিড়। অনেকের আবার সেখানেও ঠাঁই মিলছে না। তাই তারা পথে নেমে মিশে যাচ্ছেন জনসমুদ্রে।

সূত্র: ডন

পাঠকের মতামত

৫ বছর পর জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু জান্তাশাসিত মিয়ানমারে

অবশেষে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমারে। ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের ...

মিয়ানমারে জনগণকে ভোট দিতে বাধ্য করতে ‘নৃশংসতা’ চালাচ্ছে জান্তা: জাতিসংঘ

মিয়ানমারের জান্তা আসন্ন সেনা-নিয়ন্ত্রিত নির্বাচনে জনগণকে ভোট দিতে বাধ্য করতে সহিংসতা চালাচ্ছে এবং ভয়ভীতিও প্রদর্শন ...

দিল্লির পর কলকাতাতেও বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ

ভারতের নয়াদিল্লির পর এবার কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের (ডেপুটি হাইকমিশন) সামনে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। মঙ্গলবার ...

ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জাতিসংঘ মহাসচিবের, বিচার নিশ্চিতের আহ্বান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের ...

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি জানুয়ারিতে

রাখাইনের রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার শুনানি জানুয়ারিতে শুরু হচ্ছে। ...