নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক নারীর পা বিচ্ছিন্ন
শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি :: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে মর্মান্তিক মাইন বিস্ফোরণের ...
শহিদুল ইসলাম, উখিয়া ::
৩৪ বডার্র গার্ড ব্যাটালিয়ানের আওতাধীন তুমব্রু বিওপির জোয়ানরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৬শ পিস ইয়াবা সহ একজন পাচারকারী কে আটক করে। তুমব্রু বিওপির জোয়ানরা সোমবার রাতে ঘুমধুমের ঘোনার পাড়া এলাকায় অভিযান চালিয়ে ই্য়াবা সহ আইয়ুব আলী কে আটক করেন। আটককৃত যুবক ঘোনার পাড়া গ্রামের ওমর হামজার ছেলে বলে বিজিবি জানিয়েছেন। এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করেন্। ই্য়াবার মুল্য একলাখ আশি হাজার টাকা।
পাঠকের মতামত