প্রকাশিত: ১৪/০৬/২০২২ ২:৫২ পিএম , আপডেট: ১৪/০৬/২০২২ ৪:১৩ পিএম
সাবেক এমপি বদির নিজস্ব অর্থায়নে সড়কের কাজ উদ্বোধন করেন ইউপি মেম্বার এনামুল হক।

বার্তা পরিবেশক::

সাবেক এমপি বদির নিজস্ব অর্থায়নে সড়কের কাজ উদ্বোধন করেন ইউপি মেম্বার এনামুল হক।

সীমান্ত উপজেলা টেকনাফ সদরের ৮নং ওয়ার্ডের নুরুল ইসলাম ড্রাইভারের বাড়ি থেকে শহীদুল ইসলাম ড্রাইভারের বাড়ি পর্যন্ত দীর্ঘ ৫০০ ফুট রাস্তা ব্রিক সলিনের কাজ শুরু হয়েছে।

সোমবার (১৪ জুন) সকালে সড়কের কাজ উদ্বোধন করেছেন ৮ নং ওয়ার্ডের সদস্য, কৃতি ফুটবলার এনামুল হক এনাম।

তিনি বলেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমার বদির নিজস্ব অর্থায়ন ও ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদের আন্তরিক সহযোগিতায় সড়কটি নির্মাণ হচ্ছে। এতেকরে শিলবনিয়া এলাকার বাসিন্দারা দীর্ঘ অনেক বছর পরে চলাচলের দুর্ভোগমুক্ত হবে।

সড়ক হচ্ছে দেখে এলাকাবাসী সন্তুষ্টির কথা জানিয়েছেন। তারা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমার বদি ও ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন ইউপি সদস্য জননেতা এনামুল হক এনাম।

সড়কের কাজ উদ্বোধনকালে টেকনাফ সরকারী ডিগ্রি কলেজের অধ্যাপক নুরুল ইসলাম, স্থানীয় সমাজসেবক রেজাউল করিম শরীফ, দিল মোহাম্মদ কালু, মোঃ আয়ুব, ফরিদ মিয়া, লাল মোহাম্মদসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

মিয়ানমারে সংঘাত/টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকল আরও ৯ বিজিপি সদস্য

মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী ...