প্রকাশিত: ২২/০৬/২০২২ ৯:৫০ পিএম

ইফতিয়াজ নুর নিশান:
সিলেট অঞ্চলে বন্যা কবলিত মানুষের পাশের দাঁড়াতে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দলের ফুটবলার কক্সবাজারের উখিয়ার কন্যা শাহেদা আক্তার রিপা, নিজের ক্যারিয়ারে এখন পর্যন্ত অর্জিত সবচেয়ে সেরা ট্রফিটা নিলামে তুলতে যাচ্ছেন।

বুধবার (২২ জুন) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রিপা তাঁর নিজের পেইজে লিখেছেন, ২০২১ সালে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপে সেরা গোলদাতা হিসেবে পাওয়া ট্রফি নিলামে তুলে অর্জিত অর্থ বন্যার্তদের জন্য ব্যয় করতে চান তিনি।

স্ট্যাটাসে রিপা লিখেন, “সেরা গোলদাতার ট্রফিটি আমি নিলামে তুলতে চাই। যার সম্পুর্ণ অর্থ ব্যয় হবে সিলেটের বন্যার্ত মানুষের পাশে। কোনো দয়াবান ব্যাক্তি যদি এই মহৎ কাজের অংশীদার হোন তাহলে আমরা কিছুটা হলেও বন্যার্ত মানুষের পাশে থাকত পারবো।”

“এই মূহুর্তে সিলেটের সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হল সবার সহযোগিতা ” উল্লেখ করে রিফা আরো লিখেন, ” আমি যদি সিলেটের পাশে একটু হলেও দাঁড়াতে পারি তাহলে আপনাদের সবার প্রতি চির কৃতজ্ঞ থাকিব। ”

অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে ওই টূর্ণামেন্টে সর্বোচ্চ গোলদাতার পাশাপাশি সেরা খেলোয়াড়ের ট্রফিটাও অর্জন করেছিলেন রিপা।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)’তে অধ্যায়নরত রিপার সেই ট্রফিগুলো বর্তমানে সংরক্ষিত আছে নিজের জন্মস্থান উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি গ্রামের বাড়িতে। স্ট্যাটাসের মন্তব্যের ঘরে রিপা জানান, এটি তার ও তাঁর নিজের বড় ভাইয়ের উদ্যোগ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে উখিয়ার সেই বাড়ীতে অবস্থান করা রিপার বড় ভাই ফারুক হোসেন টিটিএনকে বলেন, ” রিপার ট্রফিটি বাড়ির শো-কেসে রাখা আছে। আমার বোন মানবিক এই উদ্যোগ নিয়েছে, এবং সে আমাকে বলেছে তাঁর পাশে থাকার জন্য। ভাই হিসেবে আমি তার জন্য গর্ববোধ করছি। আশা করছি মানুষ তার আহবানে সাড়া দিয়ে ট্রফিটা কিনে নিবে এবং সে বর্ন্যাতদের পাশে থাকার সুযোগ পাবে।”

১ ঘন্টা পেরোতেই রিপার অই স্ট্যাটাসে তাঁর উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে অনেকেই মন্তব্য করেছেন।

স্ট্যাটাসের কমেন্টে মোজাম্মেল হক নামে এক মন্তব্যকারী রিপা কে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, “ধন্যবাদের চেয়ে আরো বেশি কিছু পাওয়ার যোগ্য তুমি। অনেক সুন্দর একটি উদ্যোগ। আল্লাহ তোমার উদ্দেশ্যকে পূর্ণতা দান করুক। আমীন।”

গত বছরের ২২ ডিসেম্বর, ঢাকায় ফাইনালে ভারতকে হারিয়ে দক্ষিণ এশিয়ার সেরা হিসেবে সাফে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ ফুটবল দল।

স্মরণীয় সেই ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাফ নারী টুর্ণামেন্টে সেরা গোলদাতা ও সেরা খেলোয়াড় হিসেবে দুটি ট্রফি তুলে দেন উখিয়ার মেয়ে শাহেদ আক্তার রিপার হাতে।

পাঠকের মতামত

আজ পহেলা বৈশাখ

আজ রোববার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ-বাংলা নববর্ষ। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বাংলা বর্ষ ১৪৩১ ...

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত এলাকায় ভ্রমণে নিষেধাজ্ঞা

বান্দরবানে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত রুমা,রোয়াংছড়ি ও থানচি এলাকায় পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করছে বান্দরবান জেলা প্রশাসন। ...

বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত

পটিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন- বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকার মোঃ ...