ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০৮/২০২৪ ৮:১২ এএম

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলম ও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বীর প্রতীক সহ ৩৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় চকরিয়া উপজেলার কয়েকজন চেয়ারম্যান ছাড়াও আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের আসামী করা হয়েছে।

বুধবার ২৮ আগস্ট আলী হায়দার নামে একব্যক্তি চকরিয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে এ মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে কক্সবাজার পিবিআইকে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
বাদি আলী হায়দার দায়েরকৃত মামলার বিবরণে জানান, গত ০১/০১/২০০৯ ইং সকাল ১০টায় ১নং আসামীর নেতৃত্বে অন্যান্য আসামীগণ বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র নিয়ে ফাকা গুলি করে বাদির ইজারাকৃত চিংড়িঘেরে অবৈধ অনুপ্রবেশ করে। আসামীরা বাদির কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে আসামীরা তার চিংড়িঘেরটি জবর দখল করে নেয়। ওইসময় আসামীগণ তাঁর চিংড়ি ঘেরে লুটপাট চালিয়ে ঘেরে থাকা ২টি ইঞ্জিন চালিত বোট ও ৫টি নৌকা সহ ১৫ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ দায়েরের চেষ্টা করলে তারা রাজনৈতিক প্রভাব বিস্তার করায় কোন অভিযোগ দেওয়া সম্ভব হয়নি।
বাদীর আইনজীবী শাহরিয়ার ফয়সাল বলেন, সাবেক এমপি জাফর ও কল্যাণ পার্টির চেয়ারম্যান সাবেক এমপি ইবরাহিমসহ ৩৯ জনকে আসামী করে চাঁদাবাজির ধারায় চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হয়। আদালত মামলাটি আামলে নিয়ে কক্সবাজার পিবিআইকে তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দেন

পাঠকের মতামত

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বাদী এখন কক্সবাজার দুদকের উপ-পরিচালক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির ...

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...

উখিয়ায় র‌্যাব পরিচয়ে অপহরণ, ইউনিফর্ম, অস্ত্র-গুলি ও হাতকড়াসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে রোহিঙ্গা যুবককে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টা এবং প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ ...