স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সদ্য প্রকাশিত প্রজ্ঞাপনে কক্সবাজার সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (অর্থো-পেডিক) ডাঃ এ.এইচ. সুমন সহযোগী অধ্যাপক (Associate Professor) পদে পদোন্নতি পেয়েছেন। অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন, কর্মঠ, সদা হাস্যেজ্জ্বল, মেধাবী এই কর্মকর্তা দীর্ঘদিন ধরে স্বীয় মেধার স্বাক্ষর রেখে কক্সবাজার সদর হাসপাতালের অর্থো-পেডিক্স বিভাগে উচ্চতর জটিল সব অপারেশন করে Referral স্ব-মহিমায় স্থান করে নিয়েছেন। জানা যায়, সদর হাসপাতালের অর্থোপেডিক্স-ই একমাত্র ডিপার্টমেন্ট যেখানে কোনরকম Referred ছাড়াই প্রতিসময় সবকটি বড় বড় অপারেশন হয়।
ডাঃ সুমন শিক্ষাজীবনে সবকয়টি পরীক্ষায় মেধার স্বাক্ষরসহ ঢাকা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি হিসাবে DMC থেকে উচ্চতর ডিগ্রী অর্জন করেছেন। উখিয়া উপজেলার কুতুপালং গ্রামের এই কৃতি সন্তান সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্ম গ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিন পুত্র সন্তানের জনক। কক্সবাজারের স্বনামধন্য চিকিৎসক (অবসরপ্রাপ্ত সিভিল সার্জন) মরহুম জি. মুবিন উদ্দিন মাহমুদের কনিষ্ঠ জামাতা। উনি সকলের দোয়া কামনা করেছেন