প্রকাশিত: ০৪/০৩/২০১৭ ১০:৫২ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি::
মহানবী (স.) শিরকি-কুফরি, পৌত্তলিক মতবাদের বিরুদ্ধে আজীবন লড়াই করে মানুষকে যে তাওহীদ, রেসালত ও ঈমানের শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষা থেকে জাতিকে বিচ্যুত করার জন্য নাস্তিক্যবাদী ও পৌত্তলিকবাদী অপশক্তি বহুমূখি চক্রান্তে মেতে উঠেছে। এরই অংশ হিসেবে এদেশের সর্বোচ্চ বিচারালয় প্রাঙ্গনে কল্পিত দেবীর মূর্তি স্থাপন করা হয়েছে। এই মূর্তি অবিলম্বে অপসারণ করতে হবে। অন্যথায় দেশব্যাপী আন্দোলন গড়ে তুলা হবে। শনিবার (৪মার্চ) কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে শানে সম্মেলনে হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মুফতি ফয়জুল্লাহ এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মূর্তি স্থাপনকারীরা আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করেছে। দেশকে আল্লাহর গজব থেকে বাঁচাবার জন্যে বিচারালয় প্রাঙ্গন থেকে এই মূর্তি সরানোর আন্দোলন জোরদার করতে হবে।

দুই দিনব্যাপী শানে রেসালত সম্মেলনের প্রথম দিনে পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন প্রবীন আলেমে দ্বীন মাওলানা শেখ সোলাইমান, মাওলানা নাজের হোসাইন, আলহাজ্ব মাওলানা মোস্তাক আহমদ।

আলোচনা করেন- জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহাদ্দিস ও প্রধান মুফতি আল্লামা মুফতি মোজাফ্ফর আহমদ, চট্টগ্রাম ওমরগণি এমইএস কলেজের অধ্যাপক ও ইসলামী সংস্কৃতি বিভাগের প্রধান মাওলানা ড. আ.ফ.ম খালিদ হোসেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলানা ড. এবিএম হিজবুল্লাহ, ঢাকা জামেয়া রহমানিয়ার শায়খুল হাদীস মাওলানা মুফতি মামুনুল হক, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, সংখ্যা গরিষ্ট মুসলমানদের এ দেশে ঈমান আক্বীদা বিরোধী কোন ষড়যন্ত্র সহ্য করা হবেনা। মহানবী (স.) এর শানে বেয়াদবীকারীদের বিরুদ্ধে অবিলম্বে সর্বোচ্চ শাস্তির বিধান করতে হবে।

মাওলানা হাফেজ এরশাদ উল্লাহ, হাফেজ আবুল মঞ্জুুর, মাওলানা সোহাইল এর পরিচালনায় সম্মেলনে আরো আলোচনা করেন মাওলানা হাফেজ আবদুর রহিম রাহি, মাওলানা হাফেজ শামসুল হক, মাওলানা এজাজুল করিম, মাওলানা আবদুর রাজ্জাক, মাওলানা সাইফুল ইসলাম।

হেফাজতে ইসলামের জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইয়াছিন হাবীব জানান, শানে রেসালত সম্মেলন ঈমান আক্বীদা বিশুদ্ধ করার জন্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সম্মেলনের রবিবার সমাপনী। এদিনের আলোচকরা হচ্ছেন- হেফাজতের আমীর, জামিয়া আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী, হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী, ঢাকা জামেয়া কাসেমিয়া মিরপুরের পরিচালক মাওলানা জুনাইদ আল-হাবিব, বি-বাড়িয়া জামিয়া দারুল আরকমের পরিচালক মাওলানা সাজেদুর রহমান। সম্মেলনে হেফাজতের জেলা সভাপতি মাওলানা আবুল হাছানসহ বরেণ্য উলামায়ে মাশায়েখবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

সন্তান কোলে হেলিকপ্টারে করে বিয়ে, পরকীয়ায় স্ত্রী পালানোর ‘জবাব’ দিলেন স্বামী

দাম্পত্য জীবনে বিচ্ছেদ এলে অনেকেই ভেঙে পড়েন, অনেকে দীর্ঘ সময় বিষণ্নতায় কাটান। তবে মুন্সিগঞ্জের কামাল ...

রোহিঙ্গা ক্যাম্পে শান্তি ও নিরাপত্তা জোরদার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শান্তি ও নিরাপত্তা জোরদার করণ বিষয়ে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে বিশেষ ...

নাফ নদের ৩৩ কি.মি. ও সেন্টমার্টিন পর্যন্ত ২০ কিমিতে বসেছে ৬ রাডারসীমান্ত ও সমুদ্রে নজরদারিতে রাডার ড্রোন থার্মাল ক্যামেরা

এবার দেশের সীমান্ত ও সমুদ্র সুরক্ষায় অত্যাধুনিক প্রযুক্তির নজরদারি রাডার, ড্রোন ও থার্মাল ক্যামেরা যুক্ত ...

তদন্তের নির্দেশ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজিকেটেকনাফে হত্যা মামলার এজাহার পাল্টে দিল পুলিশ

কক্সবাজারের টেকনাফে একটি হত্যা মামলার এজাহার পুলিশ কর্মকর্তারা পরিবর্তন করে দিয়েছেন- এমন অভিযোগে আদালতে মামলা ...