প্রকাশিত: ০৬/০৪/২০২১ ৭:৩২ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকার বাধ্য হয়েই সাত দিনের জন্য লকডাউন কিংবা নিয়ন্ত্রণের কর্মসূচি ঘোষণা করেছে। তিনি বলেন, ‘কোভিড-১৯-এর সেকেন্ড ওয়েভ আসাতে হাজার হাজার মানুষ সংক্রমিত হচ্ছে। অনেকে মানছেন আবার অনেকেই মানছেন না। করোনা ছড়িয়ে যাচ্ছে এবং এর ব্যাপকতা আশঙ্কাজনক হারে বাড়ছে।’

মঙ্গলবার (৬ এপ্রিল) সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার গঠিত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হাসপাতালে কোনও সিট খালি নেই। এমনকি অক্সিজেন যারা সরবরাহ করছে, তারাও অক্সিজেন দিতে হিমশিম খাচ্ছে। এ পরিস্থিতিতে আমরা সবাইকে আহ্বান করবো—এই মহামারিতে সবাই যেন সহযোগিতা করেন এবং এগিয়ে আসেন। সরকার যেভাবে নির্দেশনা দেয় সেটা পালন করুন।’

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় সরকার ঘোষিত কঠোর নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘জনগণকে জোর করে ঘরে না ঢুকিয়ে বলে-কয়ে সচেতন করে ঘরে রাখার চেষ্টা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সারা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের একটি কোর কমিটি রয়েছে।’ আজ সেই কোর কমিটির জরুরি বৈঠক হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘কয়েকটা দিন তো অপেক্ষা করতে হবে, ৫-৭ দিনই তো। গণপরিবহন, সভা-সমিতির মাধ্যমেই তো করোনা বেশি ছড়াচ্ছে। অফিস খোলা থাকলেও এটা বলা হয়েছে, গণপরিবহনের মাধ্যমে না এসে যার যার ব্যবস্থা সে সে করবে।’

পাঠকের মতামত

৫ ব্যাংক মার্জার: গভর্নর পদত্যাগ না করলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুমকি বিনিয়োগকারীদের

সংগঠনের সভাপতি বলেন, ‘আমরা গভর্নরের পদত্যাগ চাই। বিনিয়োগকারীদের কথা চিন্তা না করে গভর্নর ব্যাংকগুলোকে মার্জার ...

১১ নভেম্বরের মধ্যে দাবি না মানলে ঢাকার চিত্র ভিন্ন হয়ে যাবে: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, ৫ দফা দাবি আগামী ১১ নভেম্বরের ...

মিয়ানমারে সাধারণ নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে ঢাকাকে অনুরোধ করেছে নেপিদো

মিয়ানমারের সামরিক সরকার আগামী মাসে দেশটিতে সাধারণ নির্বাচন আয়োজন করছে। ডিসেম্বরে অনুষ্ঠেয় ওই নির্বাচনে পর্যবেক্ষক ...

পাঁচ ব্যাংকের গ্রাহক চলতি মাসেই তুলতে পারবেন আমানতের অর্থ

আর্থিকভাবে বিপর্যস্ত শরিয়াভিত্তিক পাঁচটি ব্যাংক মার্জার বা একীভূত করতে পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ...