বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা শাখার আয়োজনে উখিয়ায় কর্মরত সাংবাদিক ও সোস্যাল মিডিয়া একটিভিস্টদের নিয়ে উখিয়ায় মিডিয়া প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৬টায় উখিয়ার রাজাপালংয়ে পালং গার্ডেন কমিউনিটি সেন্টার হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উখিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।
এসময় তিনি বলেন, “মিডিয়া চাইলে জিরোকে হিরো বানায়, আবার হিরোকে জিরো বানাতে পারে। এ ক্ষমতা কেবল মিডিয়ার হাতেই আছে। তাই এই যুগে মিডিয়াকে বাদ দিয়ে কেউ বিজয়ের আশা করতে পারে না। উপস্থিত সংবাদকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আমরা আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই, আপানদের আরও অভিজ্ঞ, স্মার্ট ও ট্যালেন্ট করে তুলতে চাই, যাতে আপনারাই মিডিয়া ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে পারেন।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা সেক্রেটারি জাহেদুল ইসলাম।
সমাবেশে সমাপনী বক্তব্য রাখেন উখিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল।
সমাপনী বক্তব্য শেষে, দোয়া-মুনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘটে।