প্রকাশিত: ১৭/১১/২০২১ ১১:১৮ এএম

haকক্সবাজারে আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সপ্তম দফায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য দিচ্ছেন মামলার তদন্তকারী কর্মকর্তা র‍্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খাইরুল ইসলাম।

বুধবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

মঙ্গলবারের (১৬ নভেম্বর) অসমাপ্ত সাক্ষী মামলার তদন্তকারী ও অভিযোগপত্র দাখিলকারী কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো: খাইরুল ইসলামের জেরার মধ্য তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়। আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করছেন।

এ নিয়ে এডভোকেট ফরিদুল আলম জানান, তৃতীয় দিনে মামলার তদন্তকারী কর্মকর্তার অসমাপ্ত জেরার মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়েছে। তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্য গ্রহণ পর্ব সম্পন্ন করার চেষ্টা করবেন। এ মামলায় ৮৩ জন স্বাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৬৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।

এর আগে সকাল সাড়ে ৯টায় ওসি প্রদীপসহ মামলার ১৫ জন আসামিকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে নিয়ে আসা হয়।

উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

পাঠকের মতামত

উখিয়াবাসীর স্বপ্ন পূরণ করতে চাই – জাহাঙ্গীর কবির চৌধুরীর বিবৃতি

গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের প্রেক্ষাপটে নিজের ফেসবুক প্রোফাইলে বিবৃতি দিয়েছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ...

ইসলামপুরে আটক রোহিঙ্গা যুবককে কুতুপালং ক্যাম্পে হস্তান্তর

জামালপুরের ইসলামপুরে অচেতন অবস্থায় উদ্ধার মো. রোবেল (২২) নামের সেই রোহিঙ্গা যুবককে কক্সবাজারের কুতুপালংয়ের ট্রানজিট ...