শেখ সালেহ বিন ফাওজান বিন আব্দুল্লাহ আল-ফাওজানকে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং সিনিয়র স্কলারদের কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, এই নিযুক্তি এক রয়েল ডিক্রির মাধ্যমে করা হয়েছে এবং তা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রস্তাবের ভিত্তিতে হয়েছে।
এসপিএ জানিয়েছে, ধর্মীয় এই পণ্ডিত সাধারণ গবেষণা ও ইফতার (ফতোয়া) সংক্রান্ত জেনারেল প্রেসিডেন্সির সভাপতির দায়িত্বও পালন করবেন।
শেখ সালেহের স্থলাভিষিক্ত হিসেবে নিযুক্ত হয়েছেন প্রাক্তন গ্র্যান্ড মুফতি শেখ আব্দুলআজিজ আল-আশেখ, যিনি ২৩ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।