চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শাশুড়িকে হত্যা করে লুকিয়ে ছিলেন কক্সবাজারে। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার প্রধান আসামি মো. হেলাল উদ্দিন মানিককে গ্রেফতার করে।
রোববার (১৩ এপ্রিল) রাতে কক্সবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন অভিযানে নেতৃত্ব দেওয়া আনোয়ারা থানার এসআই জুয়েল।
মামলার সূত্রে জানা যায়, গত ৯ মার্চ ভোরে স্ত্রীর সঙ্গে ঋণের টাকা নিয়ে বাকবিতণ্ডায় জড়ান অভিযুক্ত মানিক। এর জের ধরে তার স্ত্রী চাকরিতে চলে গেলে শাশুড়িকে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করেন তিনি। বিয়ের পর থেকেই হেলাল উদ্দিন মানিকের সঙ্গে তার স্ত্রী নারগিস আকতারের পারিবারিক কলহ চলে আসছিল। হেলাল জুয়া খেলে এবং ঋণগ্রস্ত। স্ত্রীর বেতনের টাকা দিয়েই ওই ঋণ পরিশোধ করে আসছিলেন তিনি।
নিহত শাশুড়ি স্থানীয় বাদশা মিয়ার স্ত্রী। গ্রেফতার হওয়া ঘাতক মেয়ের জামাই একই এলাকার ফরিদের ছেলে।
এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে তাকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।