উখিয়া নিউজ ডেস্ক::
সত্তর হাজার সন্তান সম্ভবা রোহিঙ্গা নারী বাংলাদেশে শরণার্থী হয়েছে এসেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তাদের ভবিষ্যত নিয়ে শঙ্কা জানালেও স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
দুপুরে রেডিসন হোটেলে ওয়ান হেলথ বাংলাদেশ কনফারেন্স উদ্বোধন করে এসব কথা বলেন মন্ত্রী। জানান, শরণার্থীদের জন্য কুতুপালংয়ে দুই হাজার একর জমির ওপর আশ্রয় শিবিরের কাজ চলছে। তবে শুধু ত্রাণ ও আশ্রয় নয় রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে বিশ্ব জনমত গড়ে তোলার বিকল্প নেই বলেও মনে করেন মোহাম্মদ নাসিম।
কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সরকার রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সক্ষম হবে বলেও আশা করছেন নিজ দেশে ফেরত পাঠাতে সক্ষম হবে সরকার। এসময় তিনি আশা প্রকাশ করে কূটনৈতিক সাফল্যের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী।