কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলাসহ রামু ক্যান্টনমেন্ট ও খুনিয়া পালং ইউনিয়নের পল্লী বিদ্যুৎ–নির্ভর সব এলাকায় শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) সকাল থেকে দিনব্যাপী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, 33 কেভি কক্সবাজার সুইচিং স্টেশন ও রামু 33/11 কেভি সাবস্টেশনসহ ৩৩ কেভি মেইন লাইনের সন্নিকটে গাছের ডালা অপসারণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই বিদ্যুৎবিচ্ছিন্নতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে যে কোনো সময় বিদ্যুৎ সংযোগ চালু হতে পারে বলেও জানানো হয়েছে।
এই সময় ভোক্তাদের সহযোগিতা কামনা করেছে পল্লী বিদ্যুৎ বিভাগ।