উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫/১২/২০২৫ ১:২৬ পিএম , আপডেট: ২৫/১২/২০২৫ ১:৩১ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আগে থেকে প্রস্তুত লাল-সবুজ রঙের একটি বিশেষ বুলেটপ্রুফ বাসে উঠেছেন তিনি। এই বাসে চড়ে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে যাবেন তিনি।

জানা গেছে, লাল ও সবুজ রঙের বাসটি বিশেষভাবে প্রস্তুত করা।

বাসটির দুপাশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় প্রতিকৃতি সংযুক্ত রয়েছে। বিশেষ নিরাপত্তা কাচে আবৃত জানালাগুলো। এর আগে বিমানবন্দর থেকে বেরিয়ে খালি পায়ে মাটি স্পর্শ করেন তারেক রহমান। তারপর দেশের মাটি স্পর্শ করেন, হাতে তুলে নেন মাটি।

পাঠকের মতামত

উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে

উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হচ্ছে। এছাড়া পুলিশের উচ্চ পদেও রদবদলের সিদ্ধান্ত হয়েছে। আজই ...

নিরাপত্তা নিশ্চিতে গানম্যান পেলেন নাহিদ-সারজিস-হাসনাত-জারা

চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনে যু্ক্ত থাকা ব্যক্তিত্ব, সমন্বয়ক, সংসদ-সদস্য প্রার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ...