প্রকাশিত: ১৯/০৫/২০২২ ৮:৪৫ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী::
উখিয়ার ইনানীর সমুদ্র পাড়ের তারকা মানের হোটেল রয়েল টিউলিপ এ মারফুয়া খানম (২৩) নামক আরেক তরুনণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ নিয়ে বুধবার ১৮ মে একইদিন কক্সবাজারে ২ পর্যটক তরুণীর অস্বাভাবিক মৃত্যু হলো।

হোটেল রয়েল টিউলিপ সুত্রে জানা গেছে, বুধবার ১৮ মে সকালে মারফুয়া খানম (২৩) ও নাছির উদ্দিন (২৬) নামে দুইজন স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেল রয়েল টিউলিপে উঠেন।

এরপর তারা ব্যাগসহ অন্যান্য জিনিসপত্র হোটেল কক্ষে রেখে সমুদ্র সৈকতে নামেন। দুপুরে খাবার শেষে নিজেদের কক্ষে অবস্থান নেন দুইজন। বিকেলে নাছির উদ্দিন নামক যুবক হঠাৎ তরুণীর শ্বাসকষ্টজনিত গুরতর সমস্যার কথা জানালে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তরুণী মারফুয়া খানমকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা পুলিশের বিশ্বস্ত সুত্র জানিয়েছে, তরুণীর মরদেহ ময়নাতদন্তের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। একইসঙ্গে তথাকথিত স্বামী পরিচয় দেওয়া নাছির উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নাছির উদ্দিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আদৌ স্বামী-স্ত্রী নন, প্রেমিক-প্রেমিকা বলে স্বীকারোক্তি দিয়েছেন।

মৃত তরুণীর অভিভাবকদের কাছে খবর পাঠানো হয়েছে। তারা কক্সবাজারে পৌঁছার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে।

এর আগে বুধবার ১৮ মে দুপুর সাড়ে ১২ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চারদিন চিকিৎসাধীন থাকার পর লাবনী আকতার (১৯) নামক এক পর্যটক তরুণীর মৃত্যু হয়। গত ১১ মে ঢাকা থেকে চার বন্ধুর সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসে কক্সবাজার শহরের কলাতলী হোটেল বিচ হলিডে-তে উঠেন ওই তরুণী। গত ১৪ মে সকালে সেখানে অতিরিক্ত মদ্যপানে তরুণীটি অসুস্থ হয়ে পড়লে সাথে থাকা বন্ধুরা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন।

এ ঘটনায় তরুণীর সঙ্গে আসা চার বন্ধুর মধ্যে দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন, ঢাকার যাত্রাবাড়ী এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে কামরুল আলম (২০) ও আবদুর রহমানের ছেলে আরিফ রহমান নিলু (২১)। মৃত লাবণী আকতার যাত্রাবাড়ীর মনির হোসেনের কন্যা

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...