মিয়ানমারে রয়টার্সের দুই সাংবাদিকের কাছে রাষ্ট্রীয় গোপন নথি আসার পর গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে তাদের পরিবার। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন।
এছাড়া সাংবাদিকদের আইনজীবীরা জানিয়েছেন,আটক সাংবাদিকগন জবানবন্দিতে বলেছেন কিছু পুলিশ সদস্য তাদের কাছে এসকল নথি হস্তান্তর করেছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ওয়া লন ও কিঁয় সোয়ে ও নামের রয়টার্সের দুই সাংবাদিককে আটক করে দেশটির পুলিশ। তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি অনৈতিকভাবে প্রকাশের অভিযোগ আনা হয়েছে।
ওয়া লোনের স্ত্রী প্যান ইই সোম সংবাদ সম্মেলনে দাবি করেন, দুই সাংবাদিক (ওয়া লন ও কিঁয় সোয়ে) একটি রেস্টুরেন্টে দুইজন পুলিশ কর্মকর্তার সাথে বৈঠক করেছেন, তারা রাখাইন রাজ্য এবং পুলিশ বাহিনী নিয়ে স্পর্শকাতর কিছু গোপন তথ্য হস্তান্তর করেছেন, যার ফলশ্রুতিতে তাদের গ্রেফতার করা হয়েছে।তিনি আরো বলেন, তারা দুই জন কাগজপত্র গ্রহণ এবং বিল পরিশোধ এবং রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসেছিলেন," এরপর প্রায় সাত বা আট পুলিশ তাদের ঘিরে ফেলে এবং গ্রেফতার করে যা তিনি আমাকে বলেছিলেন।
উল্লেখ্য, দেশটির পশ্চিমাঞ্চলীয় গোলযোগপূর্ণ রাখাইন প্রদেশে, সেনাবাহিনীর অভিযানের মুখে প্রায় সাড়ে ছয় লক্ষ রোহিঙ্গা মুসলিম পার্শ্ববর্তী বাংলাদেশে পালিয়ে যায়।
সুত্র –রয়টার্স