প্রকাশিত: ১২/০৬/২০১৮ ৩:২৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৫৮ এএম

টরন্টো, কানাডা থেকে: বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তায় কাজ করতে আসা বিদেশি নাগরিকদের ভিসা জটিলতা নিরসনে নতুন ক্যাটাগরি করার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১১ জুন) সকালে হোটেল রিটজ-কার্লটনে কানাডার মিয়ানমার বিষয়ক দূত বব রের সঙ্গে সাক্ষাতের সময় তিনি একথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদ সম্মেলনের মাধ্যেমে বিষয়টি জানান।

ইহসানুল করিম জানান, রোহিঙ্গাদের সহায়তায় কাজ করতে যাওয়া বিদেশি নাগরিকদের ভিসা জটিলতার প্রসঙ্গ তুলে ‘ভিসা স্ট্যাটাস জটিলতা সমাধানে তাদের জন্য নতুন ভিসা ক্যাটাগরি করার’ কথা বলেছেন প্রধানমন্ত্রী।

বিপুল সংখ্যক রোহিঙ্গা উদ্বাস্তুকে বাংলাদেশে আশ্রয় দেয়া বিরাট চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন বব রে।

বিভিন্ন সংস্থাকে সঙ্গে নিয়ে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ার বিষয়টি বব রের সঙ্গে সাক্ষাৎকালে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আসন্ন বর্ষা মৌসুমে রোহিঙ্গা শরণার্থীদের কষ্টকর অবস্থা থেকে বাঁচাতে সরকারের প্রস্তুতির কথা উল্লেখ করেন শেখ হাসিনা।

এরপর সাসকাচোয়ান প্রদেশের উপ প্রধানমন্ত্রী জেরেমি হ্যারিসন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এসময় দুই দেশের ব্যবসা-বাণিজ্যের বিষয়ে আলোচনা হয় বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব।

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান জেরেমি হ্যারিসন।

সব শেষে কমার্শিয়াল কো-অপারেশন অব কানাডার প্রেসিডেন্ট মার্টিন জাবলোকির নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

জাবলোকি পরিবেশবান্ধব প্রযুক্তিতে কানাডার অভিজ্ঞতা কাজে লাগানোর কথা বলেন।

এই তিন সাক্ষাৎপর্বে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, মুখ্য সচিব মো. নজিবুর রহমান, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং বিডার চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

বিশ্বজুড়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের ব্ল্যাকলিস্ট, তালিকায় এক ডজন দেশ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ ও ভিসা পাওয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...