ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০৮/২০২৫ ১০:৫৭ এএম

রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা এবং বাংলাদেশে ব্যাপক বিনিয়োগের জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। মঙ্গলবার (১২ই আগস্ট) মালয়েশিয়ার পুত্রাজায়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে এক যৌথ ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “একটি গণ-অভ্যুত্থানের পর আমাকে সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। আমরা যখন পথ খুঁজছিলাম, তখন আমার বন্ধু আনোয়ার ইব্রাহিম আমাদের সমর্থন দিতে এগিয়ে আসেন। আয়োজনের মুহূর্তে বন্ধুর এই সমর্থন আমাদের জন্য ছিল এক অসাধারণ অনুভূতি।”

দেশের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “আমরা দেশে শৃঙ্খলা ফিরিয়ে এনেছি, অর্থনীতি ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে সচল করেছি। এখন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আগামী ফেব্রুয়ারিতে নতুন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যাতে দেশ স্বাভাবিকভাবে চলতে পারে।”

 

রোহিঙ্গা সংকটকে একটি ‘বড় সমস্যা’ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “আমরা মালয়েশিয়ার কাছে সাহায্য চাই, বিশেষ করে আসিয়ান-এর সভাপতি হিসেবে তাদের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা ব্যবসার জন্য প্রস্তুত এবং এখানে অপার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে দক্ষ জনশক্তি ও প্রযুক্তি রয়েছে, যা কাজে লাগিয়ে মালয়েশিয়ার বিনিয়োগকারীরা তাদের পণ্য উৎপাদন করে সারাবিশ্বে বিক্রি করতে পারে। আমরা একটি টেকসই ও উচ্চ প্রযুক্তির অর্থনীতি গড়ে তুলতে চাই।”

তিনি আরও জানান, বৈঠকে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতার সকল বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সর্বশেষে তিনি বাংলাদেশের পাশে থাকার জন্য মালয়েশিয়ার সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

 

 

পাঠকের মতামত

৫ ব্যাংক মার্জার: গভর্নর পদত্যাগ না করলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুমকি বিনিয়োগকারীদের

সংগঠনের সভাপতি বলেন, ‘আমরা গভর্নরের পদত্যাগ চাই। বিনিয়োগকারীদের কথা চিন্তা না করে গভর্নর ব্যাংকগুলোকে মার্জার ...

১১ নভেম্বরের মধ্যে দাবি না মানলে ঢাকার চিত্র ভিন্ন হয়ে যাবে: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, ৫ দফা দাবি আগামী ১১ নভেম্বরের ...

মিয়ানমারে সাধারণ নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে ঢাকাকে অনুরোধ করেছে নেপিদো

মিয়ানমারের সামরিক সরকার আগামী মাসে দেশটিতে সাধারণ নির্বাচন আয়োজন করছে। ডিসেম্বরে অনুষ্ঠেয় ওই নির্বাচনে পর্যবেক্ষক ...

পাঁচ ব্যাংকের গ্রাহক চলতি মাসেই তুলতে পারবেন আমানতের অর্থ

আর্থিকভাবে বিপর্যস্ত শরিয়াভিত্তিক পাঁচটি ব্যাংক মার্জার বা একীভূত করতে পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ...