প্রকাশিত: ০৮/০৮/২০২২ ১০:৪৭ এএম
রোহিঙ্গা

বিডিনিউজ::

কক্সবাজারে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবির সংলগ্ন পাহাড়ি এলাকায় গোলাগুলিতে একজন নিহত হয়েছেন।

‘আধিপত্য বিস্তারের জেরে’ দুদল রোহিঙ্গাদের মধ্যে গোলাগুলির ঘটনাটি ঘটে বলে আর্মড পুলিশ ব্যাটালিয়ন –এপিবিএন জানিয়েছে।

এই সংঘাতে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

রোহিঙ্গা শিবিরে নিরাপত্তায় নিয়োজিত ১৬ এপিবিএন এর অধিনায়ক এডিআইজি হাসান বারী নুর জানান, রোববার সন্ধ্যায় হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবির সংলগ্ন পাহাড়ি এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে। খবর পেয়ে গিয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

ওই ব্যক্তিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় প্রথমে। পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হলেও তাকে বাঁচানো যায়নি।

নিহত মো. ইব্রাহিম (৩০) নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের সি-ব্লকের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে।

তবে আটক ব্যক্তির নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

এপিবিএন জানিয়েছে, ইব্রাহিম এক সময় রোহিঙ্গা সন্ত্রাসী ‘জকির বাহিনীতে’ সক্রিয় ছিলেন।

এপিবিএন কর্মকর্তা হাসান বারী বলেন, “আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গাদের দুই সন্ত্রাসী দলের মধ্য গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে।”

অন্যদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

পাঠকের মতামত

১৫০ বাংলাদেশিকে ফিরিয়ে ২৮৫ সেনাকে নিয়ে ফিরবে মিয়ানমারের জাহাজ

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জা‌নি‌য়ে‌ছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ ও সেনাবাহিনীর ২৮৫ ...

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...