প্রকাশিত: ২৪/১০/২০২১ ৯:৩৩ এএম

কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার ভোরে রোহিঙ্গা শিবিরে হামলায় অন্তত ছয় জন রোহিঙ্গা নিহত হয়।

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার শনিবার এক টুইট বার্তায় বলেন, ‘কক্সবাজারে শিবিরে গত শুক্রবারের সহিংসতার তীব্র নিন্দা জানাই।

যুক্তরাষ্ট্র শরণার্থী সঙ্কটের শুরু থেকেই বাংলাদেশ, আশ্রয়দাতা ও রোহিঙ্গা সম্প্রদায় এবং সবার জন্য শিবিরকে নিরাপদে রাখতে যারা কাজ করছেন তাদের পাশে আছে।’

অপর এক টুইট বার্তায় রাষ্ট্রদূত মিলার আমেরিকান নাগরিক অধিকার কর্মী মার্টিন লুথার কিং জুনিয়রকে উদ্ধৃত করে লিখেছেন, ‘ঘৃণার জন্য ঘৃণা ফিরে আসা ঘৃণাকে বহুগুণ বাড়িয়ে দেয়, ইতিমধ্যে তারাবিহীন রাতে আরো অন্ধকার যোগ করে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...