উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭/১০/২০২২ ৯:০৮ এএম

বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আগমনে বাংলাদেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও পরিবেশগত যে ঝুঁকি তৈরি হয়েছে তা নিরসনে অবিলম্বে রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও পুনর্বাসনের জন্য চাপ প্রয়োগের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৮তম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে বাজেটে বরাদ্দকৃত ব্রিজ ও কালভার্ট নির্মাণকাজ বর্ষা আসার আগেই দৃশ্যমান করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম।

কমিটির সদস্য আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং ও মাসুদ উদ্দিন চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে বজ্রপাত মোকাবিলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের গবেষণাগুলো কাজে লাগানো ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বরোপের সুপারিশ করা হয়।
বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও পুনর্বাসনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত অংশের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া অগ্নিকান্ডের ঘটনা, বন্যাঝুঁকি, বজ্রপাত ও ঘূর্ণিঝড় মোকাবিলা বিষয়ে করণীয় সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত হয়।

পাঠকের মতামত

পবিত্র ঈদুল ফিতর আজ

‘ঈদ এসেছে দুনিয়াতে শিরনি বেহেশতী/দুষমনে আজ গলায় গলায় পাতালো ভাই দোস্তি’- জাতীয় কবি কাজী নজরুল ...