প্রকাশিত: ৩০/০৪/২০২২ ১২:১৭ এএম

আজিম নিহাদ:

রোহিঙ্গাদের অধিকার আদায়ের অন্যতম নেতা প্রফেসর ড. ওয়াকার উদ্দিন মারা গেছেন। আমেরিকার সময় ১১ টা ৪২ মিনিটে তিনি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ওয়াকার উদ্দিনের মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড একাউন্টে নিশ্চিত করেন জার্মানে অবস্থানরত ফ্রি-রোহিঙ্গা কোয়ালিশনের সহ-প্রতিষ্ঠাতা নাই স্যান লুইন এবং আমেরিকায় অবস্থানরত মিয়ানমার জাতীয় ঐক্যের সরকারের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা অং সে মো।

প্রফেসর ওয়াকার উদ্দিনের ছোট ভাই রিয়াজ উদ্দিনের উদ্বৃতি দিয়ে মৃত্যুর খবরটি জানানো হয়। তিনি কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন।

আমেরিকার পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটিতে দীর্ঘদিন ধরে অধ্যাপনার সাথে যুক্ত ছিলেন ওয়াকার উদ্দিন। পাশাপাশি আরাকান রোহিঙ্গা ইউনিয়ন প্রতিষ্ঠাতা করে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মহলে রোহিঙ্গাদের অধিকার আদায়ে কাজ করে আসছিলেন।

জাতিসংঘ, আমেরিকা, ওআইসি সহ আন্তর্জাতিক শীর্ষ ফোরাম গুলোতে রোহিঙ্গাদের পক্ষে প্রভাবের সাথে নেতৃত্ব দিয়ে আসছিলেন ওয়াকার উদ্দিন। তার মৃত্যুর খবরে রোহিঙ্গাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। টিটিএন

পাঠকের মতামত