প্রকাশিত: ১২/০৫/২০২২ ২:১৪ পিএম

রোহিঙ্গা ক্যাম্প থেকে পাচারকালে তেল-চিনিসহ এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

কক্সবাজারের টেকনাফে জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পাচারকালে ২৪০ লিটার সয়াবিন তেলসহ একটি লেগুনা জব্দ করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় নুর কবির (২৭) নামে এক যুবককে আটক করা হয়।

বৃহস্পতিবার (১২ মে) ভোরে জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে আটক করা হয়। আটক নুরুল কবির টেকনাফের মৃত কামালের ছেলে।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ১৬ এপিবিএন অধিনায়ক মো. তারিকুল ইসলাম।

তিনি বলেন, ‘আমাদের কাছে খবর আসে রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে মজুতের উদ্দেশ্যে ২৪০ লিটার সয়াবিন তেল পাচার হতে যাচ্ছে। এ সময় আর্মড পুলিশের টিম অভিযান চালিয়ে একটি লেগুনাসহ একজনকে আটক করে। এ সময় তেলসহ ২০০ কেজি চিনি জব্দ করা হয়।

পাঠকের মতামত

চকরিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় আওয়ামী লীগের দুই পক্ষের হট্টগোল

কক্সবাজারের পেকুয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে হট্টগোল হয়েছে। পরিস্থিতি সামাল ...