উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩১/০৩/২০২৩ ৮:২২ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় ক্যাম্পের ব্যবস্থাপনা কমিটির এক সদস্যের পরিবারের দুজন আহত হয়েছেন। শুক্রবার (৩১ মার্চ) ভোরে কামাল গ্রুপের সদস্য মোহাম্মদ আলম লালা, সাদ্দাম হোসেনসহ ৮-১০ জন কমিটির সদস্যে সৈয়দ আহমদের ঘরে হামলা চালায়।

আহত মো. রফিক ও রোজিনা আক্তারকে ক্যাম্পের আইপিডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সৈয়দ আহমদের ভাই ও বোন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভোরে ক্যাম্পের এইচ ব্লকে সৈয়দ আহমদের ঘরে ৮-১০ জন অস্ত্রধারী আনুমানিক ১০ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় দুইজন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।

এ বিষয়ে এপিবিএন এর ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ড. হাসান বারী নূরের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করা হয়। তার ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কক্সবাজার জেলা পুলিশের তথ্য মতে, চলতি বছর মার্চ পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে খুন হয়েছেন ৯ জন। একই সঙ্গে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অনন্ত ২০ জন। আর এসব ঘটনায় হতাহত বেশিরভাগ রোহিঙ্গা ক্যাম্পের কমিউনিটি নেতা ও স্বেচ্ছাসেবক।

পাঠকের মতামত

কক্সবাজার-চট্টগ্রাম রুটে ঈদ স্পেশাল ট্রেনেও ছিল যাত্রীদুর্ভোগ

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ঈদ স্পেশাল ট্রেনেও যাত্রীদের ভোগান্তির ...