উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৮/০৬/২০২৩ ৬:৩৬ পিএম

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএনের অভিযানে অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার হয়েছেন। বাহিনীটি বলছে, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। তারা পলাতক ছিল। ক্যাম্পে অবস্থান নিয়েছে এমন খবরে তাদেরকে ধরতে অভিযান চালানো হয়। শনিবার রাতভর টেকনাফের ২৬ নম্বর এবং উখিয়ার তানজিমারখোলা ১৩ নম্বর ও ময়নারঘোনা ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, টেকনাফের শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৩ ব্লকের আব্দুল মতলবের ছেলে মোহাম্মদ সলিম। উখিয়ার ময়নারঘোনা ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৯ ব্লকের আলী আহম্মদের ছেলে সোনা মিয়া, একই ক্যাম্পের সি-১ ব্লকের মোহাম্মদ হাসানের ছেলে করিম উল্লাহ এবং তানজিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকের আবুল আলমের ছেলে জানে আলম ও একই ক্যাম্পের ডি-৫ ব্লকের মৃত ফকির আহমেদের ছেলে মো. সলিম উল্লাহ।

১৬-এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) ড. হাসান বারী জানান, টেকনাফের ২৬ নম্বর ক্যাম্পে কিছু লোক সশস্ত্র অবস্থান নিয়েছে খবরে রবিবার ভোরে অভিযানে যায় এপিবিএন। টের পেয়ে পালানোর চেষ্টা করেন মোহাম্মদ সলিম। গ্রেপ্তারের সময় তার কাছে একটি দেশি বন্দুক পাওয়া গেছে। সেলিমের বিরুদ্ধে টেকনাফ থানায় হত্যা ও অস্ত্রসসহ একাধিক মামলা রয়েছে।

উখিয়া থেকে গ্রেপ্তারদের বিষয়ে ৮-এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) মো. আমির জাফর জানান, ১৩ ও ১৯ নম্বর ক্যাম্পের তালিকাভুক্ত আসামিদের ধরতে এ বিশেষ অভিযান চালানো হয়। এসময় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা, অপহরণ, অস্ত্র, মাদক ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হলিউড অভিনেতা ইউনিসেফ দূত অরল্যান্ডো ব্লুম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনিসেফের শুভেচ্ছাদূত ও হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুম। বুধবার (৫ ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন 

উখিয়া অনলাইন প্রেসক্লাবের ৩৯তম কার্যকরী কমিটির সভা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বর্তমান কমিটির দায়িত্ব শেষ ...

বেপরোয়া আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট, পাচার হচ্ছে কোটি কোটি টাকা

আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট হুন্ডির মাধ্যমে অবৈধভাবে বিদেশ ও ইয়াবার টাকা পাচার অব্যাহত রেখেছে। ...