শুক্রবার, ৪ জুলাই ২০২৫
রোহিঙ্গাদের মাঝে ফাজলুল্লাহ ফাউন্ডেশনের ত্রান বিতরনে কোন বাধা নেই
প্রকাশিত - অক্টোবর ১৬, ২০১৭ ৬:৩৫ পিএম

বার্তা পরিবেশক::
মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে ত্রান বিতরনে আল্লামা ফাজলুল্লাহ ফাউন্ডেশনকে অনাপত্তি পত্র দিয়েছে পররাষ্ট্র মন্ত্রনালয়। ২৫ আগস্ট থেকে মিয়ানমারে সৃষ্টি হওয়া সমস্যায় মিয়ানমারের সেনাবাহিনীর হাতে নির্যাতিত কয়েক লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।

এরপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এনজিও ব্যুরো থেকে অনুমতি নিয়ে ফাজলুল্লাহ ফাউন্ডেশন উখিয়া-টেকনাফে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মাঝে ত্রান বিতরন করে আসছে। গত কয়েক দিন আগে ফাজলুল্লাহ ফাউন্ডেশনের ত্রান বিতরনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদের প্রেক্ষিতে গত ১২ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রনালয়ের জাতিসংঘ শাখার সহকারী সচিব মোঃ শোয়েব আব্দুল্লাহ স্বাক্ষরিত চিঠিতে আল্লামা ফাজলুল্লাহ ফাউন্ডশেনর ব্যাপারে অনাপত্তি পত্র প্রদান করা হয়। পত্রে আরো উল্লেখ করা হয় মিয়ানমারে সংঘটিত ঘটনার পর থেকে এনজিও ব্যুরোর অনুমতি নিয়ে মিয়ানমার থেকে জোর পূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সহায়তা প্রদান করে আসছে আল্লামা ফাজলুল্লাহ ফাউন্ডেশন। এই সংস্থার উপর কোন ধরনের নিষেধাজ্ঞা প্রদান করা হয়নি।
এদিকে গতকাল রবিবার সকালে কুতুপালং ১ নং ত্রান কেন্দ্রে ৩ হাজার রোহিঙ্গা পরিবারের মাঝে ত্রান বিতরন করেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য ও আল্লামা ফাজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবু রেজা নদভী।
এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা, মাদার অব হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় রোহিঙ্গাদের পাশে আছে ফাজলুল্লাহ ফাউন্ডেশন। ভবিষ্যতে অসহায় রোহিঙ্গাদের পাশে থাকবেন বলেও জানান এমপি নদভী।
Copyright © 2025 UkhiyaNews.Com. All rights reserved.