তিনি আরও বলেন, বিএনপি আওয়ামী লীগের মতো লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা করে না, গান পাউডার দিয়ে মানুষ মারতে পারে না

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “বর্তমান সরকারের বিদায়ঘণ্টা বেজে গেছে। তারা বলে বিএনপি নাকি আন্দোলন করতে পারে না। বন্দুকের নল ও পুলিশ প্রশাসন সরিয়ে দিয়ে দেখুন আন্দোলন কাকে বলে।”
বুধবার (২ মার্চ) দুপুরে জামালপুরে এক বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
রুমিন ফারহানা আরও বলেন, “বিএনপি আওয়ামী লীগের মতো লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা করে না, গান পাউডার দিয়ে মানুষ মারতে পারে না। বিএনপি আন্দোলন করতে পারে কি-না এসে দেখে যান। আওয়ামী লীগ ১৩ বছরে মামলা-হামলা দিয়ে নির্যাতন করেও বিএনপির মনোবল ভাঙতে পারে নাই।”
শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন, মুস্তাফিজুর রহমান বাবুল, আবুল কালাম আজাদ, লিয়াকত আলী, শফিউর রহমান শফি ও অ্যাডভোকেট মন্জুর কাদের বাবুল খান প্রমুখ।
এ সময় বক্তারা চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে টিসিবির মাধ্যমে সহনীয় মূল্যে সর্বস্তরের জনসাধারণের মাঝে পণ্য সরবরাহের দাবি জানান