প্রকাশিত: ১০/০২/২০১৭ ৯:৩৩ এএম

সোয়েব সাঈদ, রামু::

রামুর ঐতিহ্যবাহি জোয়ারিয়ানালা এইচএম সাঁচি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন। বৃহষ্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সোয়া দশটায় তিনি বিদ্যালয় পরিদর্শনে এলে বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকরা তাকে স্বাগত জানান।

বিভাগীয় কমিশনার মো. রুহল আমীন বিদ্যালয়ের সবকটি ভবন ও শ্রেণি কক্ষ ঘুরে দেখেন। তিনি বিদ্যালয়ের মূল ভবনের পাঠদান, অফিস ও লাইব্রেরি কক্ষ জরাজীর্ণ ও ঝূকিপূর্ণ বলে উল্লেখ করে ভবনটি দ্রুত ভেঙ্গে ফেলার নির্দেশ দেন। এছাড়াও তিনি উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ভবনটি পূনঃ নির্মাণেরও সুপারিশ করেন। তিনি বিদ্যালয়ের পাঠদানসহ সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং গ্রামের বিদ্যালয় হওয়া সত্ত্বেও বিদ্যালয়টির কর্মকান্ড অনেক উন্নত বলে জানান।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানিয়েছেন, ১৯৬৭ সালের নির্মিত বিদ্যালয়ের মূল ভবনটি দির্ঘদিন ঝূঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিভিন্ন সময়ে কংক্রিট ও আস্তর খসে পড়ে শিক্ষক-শিক্ষার্থীও আহত হয়েছেন। সেই সাথে পর্যাপ্ত ভবন না থাকায় অতি ঝূঁকিপূর্ণ এ ভবনেই শিক্ষক-শিক্ষার্থীরা ঝূঁকি নিয়ে পাঠদান করে আসছেন। এরআগে ২০১৪ সালের ১২ নভেম্বর কক্সবাজার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তছলিম উদ্দিন জোমাদ্দার বিদ্যালয় ভবনটি সরেজমিন পরিদর্শন করে অতি জরাজীর্ণ ও ঝূঁকিপূর্ণ হওয়ায় ব্যবহার অযোগ্য ঘোষনা করে প্রধান শিক্ষককে লিখিতভাবে অবহিত করেন।

বিদ্যালয় পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার অফিস কক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় করেন। পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী মো. আবদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সাইফুল ইসলাম মজুমদার, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. নিকারুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী হোসেন, জোয়ারিয়ানালা এইচএম সাঁচি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক সিকদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইকবালুর রশিদ আমিন, রশিদ আহমদ, সাহেদ হোসাইন, বদি উজ্জামান, মীর মোশাররফ হোসেন, জয়নব আকতার কহিনুর, মো. মুজিবুল আলম, বোরহান উদ্দিন, ইসমত জাহান ডালিয়া ও আবছার কামাল সিকদার, সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ তালিব উল্লাহ ছিদ্দিকী, সহকারি শিক্ষক মৌলানা মুফিজুর রহমান, নুরুল হুদা, মনোহরী বড়–য়া, মো. ফরিদুল আলম, রোকসানা আকতার, মো. নাছির উদ্দিন, সাজেদা বেগম, বাবুল কুমার শর্মা, রাজিব পাল, মাহফুজুর রহমান, শুভ কুমার শর্মা প্রমূখ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

জামিন নামঞ্জুর,ঘুমধুমের ইউপি চেয়ারম্যান কারাগারে

চট্টগ্রামের একটি রাজনৈতিক হত্যা মামলায় আদালতে আত্মসমর্পণ করেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ...

বিসিআরসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড- ২০২৫ এ ভূষিত হলেন পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম

পর্যটন খাতের আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম ময়মনসিংহ ...

সাজেদা বেগমকে গর্জনিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব অর্পন

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি:: গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ...