কক্সবাজারের রামু উপজেলা জোয়ারিয়ানালা ইউনিয়ন উত্তর মিঠা ছড়ি বড়ুয়া পাড়ায় পাহাড়ের চূড়ায় অবস্থিত দেশের সর্ববৃহৎ ১০০ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধ মূর্তি সম্বোলিত বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার।
তিনি ৩রা মার্চ বুধবার বেলা ১২টায় রাষ্ট্রদূত মিলার ভাবনা কেন্দ্র পৌছালে বিহার পরিচালনা কমিটি তাকে শুভেচ্ছা জানায়।
রাষ্ট্রদূত মিলার বিহারে পৌঁছেই ১০০ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধ মূর্তি পরিদর্শন করেন। পরে তিনি দেশের সর্ববৃহৎ ১০০ ফুট বুদ্ধ মূর্তি চারিদিকে ঘুরে দেখেন।
পরে মাননীয় রাষ্ট্রদূত বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ও ১০০ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধ মূর্তির প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যক্ষ শ্রীমৎ, করুনাশ্রী মহাথেরো মহোদয়ের সাথে কৌশল বিনিময় করেন এবং পরিদর্শন বইয়ে সাক্ষর করেন।
এসময় অধ্যক্ষ শ্রীমৎ করুনাশ্রী মহাথেরো বিহার পরিদর্শনে আসায় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।