দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন
রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...
রামুতে সড়ক দূর্ঘটনায় সাইফুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছে। সে রশিদনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হামিদ পাড়া গ্রামের বাবুল ড্রাইভারের ছেলে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রশিদনগর পানির ছড়া বাজারে মার্সা গাড়ির ধাক্কায় মাহিন্দ্রা গাড়িতে থাকা সাইফুল ইসলাম ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। এ ঘটনায় মাহিন্দ্রা গাড়িতে থাকা অপর দুই যাত্রী একই ইউনিয়নের আশরাফ ও রহমান আহত হন। প্রত্যক্ষদর্শী স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা ইউনুছ জানান, পানিরছড়া বাজারে যাত্রীবাহী মার্সা গাড়ির ধাক্কায় হামির পাড়া গ্রামের সাইফুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।
পাঠকের মতামত