কক্সবাজারের রামুতে পানিতে ডুবে ২ শিশু হতাহত হয়েছে। শুক্রবার, ১ আগস্ট সকাল ১০ টার দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মৌলভীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু রবিউল আলম (৪) কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের পশ্চিম ঘোনার পাড়া এলাকার রবিউল হাসানের ছেলে। এছাড়া অপর শিশু মো. আনাস (৩ কে মূমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ সোহেল জানিয়েছে- মোঃ রবিউল আলম ও মো: আনাস বাড়ির পার্শ্বে দোকানে যাওয়ার সময় পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে যায়। স্থানীয় লোকজন শিশু দুটিকে মূমূর্ষু অবস্থায় উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক রবিউল আওয়ালকে মৃত ঘোষনা করেন।
ইউপি সদস্য মোহাম্মদ সোহেল আরও জানান- মো. আনাসকে সংকটাপন্ন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত আনাস জোয়ারিয়ানালা মৌলভীপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে। নিহত রবিউল আওয়াল নানার বাড়িতে বেড়াতে এসেছিলো। রবিউল আওয়াল ও মো. আনাস মামাতো-ফুফাতো ভাই।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৈয়বুর রহমান শিশু রবিউল আওয়ালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন- আহত অবস্থায় অপর শিশু আনাসকে চমেকে প্রেরণ করা হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।