খালেদ হোসেন টাপু,রামু::
কক্সবাজারের রামু উপজেলা ধীন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকা থেকে ডিবি পরিচয়ে ৮ ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা ও পুলিশ।
এরা হলো ইসতেখার, বাদশা, সোহেল রানা, জামাল উদ্দিন, আসাদ, আব্দুর রহিম, দেলোয়ার ও জাহাঙ্গীর। তাদের আটজনের বাড়িই কক্সবাজার পেশকার পাড়া এলাকায় বলে পুলিশ জানিয়েছে।
শনিবার ( ৫ আগষ্ট ) বেলা ১২ টার দিকে তাদেরকে আটক করে পুলিশ। বর্তমানে তাদেরকে জিজ্ঞানাবাদ করছে পুলিশ।
দক্ষিণ মিঠাছড়ি চেয়ারম্যান ইউনুচ ভূট্টো জানান, তার এলাকা থেকে ডিবি পরিচয়ে আট জন ব্যক্তি ১ জনকে ধরে নিয়ে যাওয়ার বিষয় তিনি শুনেছেন। এঅভিযানের নেতৃত্ব দেন রামু থানার এস আই একরামুল হক।
এদিকে রামু থানার অফিসার্স ইনচার্জ একে এম লিয়াকত আলী আটক ঘটনা সত্যতা স্বীকার বলেন, উমখালী এলাকা থেকে ডিবি পরিচয় দিয়ে ১ ব্যক্তিকে তুলে নেওয়ার সময় এলাকার লোকজন ৮ জনের চক্রটি ধরে ফেলে।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গ্রেফতার করে তাদেরকে থানায় নিয়ে আসে। ঘটনার সত্য/মথ্যা তদন্ত অব্যাহত রয়েছে।