প্রকাশিত: ২০/০৫/২০১৭ ৭:১৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৬ পিএম

প্রেস বিজ্ঞপ্তি::
কক্সবাজারের রামুতে চুরি ডাকাতি, ছিনতাই ও অপহরনের চক্রের মুল হোতা, অস্ত্রধারী ও একাধিক মামলার পলাতক আসামী আবদুর রহমান (৩৬) কে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যার দিকে রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর, এস আই বিল্লাল হোসেন ও এস আই মোতাহের হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রশিদ নগর তলিয়া ঘোনা এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামী আবদুর রহমানকে আটক করে। সে রশিদ নগর তলিয়া ঘোনা এলাকার মৃত আবদু রশিদের ছেলে।

এদিকে রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর আটকের বিষয় নিশ্চিত করে জানান, আটককৃত আবদুর রহমান চুরি ডাকাতি, ছিনতাই ও অপহরনের মুল হোতা এবং সে একজন অস্ত্রধারী, তার কাছে বেশ কয়েকটি অস্ত্র আছে বলে তিনি জানান। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান। তিনি আরও জানান, আটক আবদুর রহমান বিভিন্ন এলাকা থেকে চিহ্নিত অপরাধীদেরকে সংগঠিত করে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধ কর্মকান্ড পরিচালনা করে আসছে। রামু বিভিন্ন এলাকায় গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি জানান।

এদিকে রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর রামুর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান শুরু করলে চিহ্নিত চোর, ডাকাত, ছিনতাইকারী, অপহরনকারী, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা ভয়ে গাঢাকা দিয়েছে। ইতিমধ্যে অর্ধশত অপরাধীকে আটক করেছে বলে পুলিশ জানিয়েছে। শুধু তা নয় ওসি জঙ্গি দমনে রাখছেন সাহসী ভুমিকা।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন জালিয়াতি, ইউপি উদ্যোক্তার স্বামী কারাগারে

নেত্রকোনার মোহনগঞ্জে চেয়ারম্যান ও সদস্যদের ভুয়া সিল–স্বাক্ষর ব্যবহার করে ১৩ জন রোহিঙ্গা নাগরিকের জন্মনিবন্ধন তৈরির ...