রোববার, ৬ জুলাই ২০২৫
রান্নাবান্না ও রুপচর্চা নিয়ে নারীদের নতুন ওয়েবসাইট বিডি সংসার
প্রকাশিত - মে ১৪, ২০১৮ ২:৪৬ পিএম

রান্নাবান্না ও রুপচর্চা বিষয়ক নতুন ওয়েবসাইট বিডি সংসারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। বাংলাদেশী রাধুনীদের জন্য নতুন নতুন রেসিপি ও টিপস নিয়ে এই ওয়েবসাইট আত্মপ্রকাশ করে ২০১৮ সালের প্রথম দিকে। নানা রকম পরিবর্তন পরিবর্ধন এর মাধ্যমে বিডি সংসার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে আজ ১৪ই মে। বলে রাখা ভালো ফেসবুক পেজ এবং গ্রুপে বিডি সংসার এর ফলোয়ার ১ লাখের বেশি। পাঠকদের বিভিন্ন রকম রান্নার রেসিপি উপহার দিয়ে আসছে গত ২ বছর ধরে। পাঠকদের আগ্রহের কথা মাথায় রেখে ফেসবুক পেজ এর পর গড়ে তোলা হয়েছে এই ওয়েবসাইট।
বিডি সংসার পরিবার সকলের দোয়া প্রার্থী।
Copyright © 2025 UkhiyaNews.Com. All rights reserved.