প্রকাশিত: ২১/১২/২০১৮ ১১:১৪ এএম , আপডেট: ২১/১২/২০১৮ ১১:১৫ এএম

ডেস্ক রিপোর্ট::
মিয়ানমারের রাখাইন রাজ্যে ফের রোহিঙ্গা বিরোধী অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী।
বৃহস্পতিবার মিয়ানমারের সেনাপ্রধানের কার্যালয় নতুন দফায় এ অভিযান শুরু করার বিষয়টি জানিয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় চার বৌদ্ধের ওপর হামলা ও দুই জন নিহতের ঘটনায় এ অভিযান শুরু করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় রোহিঙ্গা সম্প্রদায়কে দায়ী করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তাবাহিনী আবারো সক্রিয় হয়েছে এবং পিয়ু মা ক্রিক এলাকায় ক্লিয়ারেন্স অভিযান শুরু করেছে।

‘দুই আদিবাসী বৌদ্ধ মাছ ধরতে গিয়ে ফিরে আসা ও দুইদিন পর গলাকাটা অবস্থায় তাদের লাশ উদ্ধারের পর এ অভিযান পরিচালনা করা হচ্ছে।’

১৭ ডিসেম্বর মাছ ধরার সময় বৌদ্ধ ধর্মালম্বী আরো দুই ব্যক্তি হামলার শিকার হন। ‘রোহিঙ্গাদের ভাষায় কথা বলা’ ছয় ব্যক্তি এ হামলা চালায় বলে অভিযোগ ওঠেছে। তবে ওই দুই বৌদ্ধ ধর্মালম্বী পালিয়ে যেতে সক্ষম হয় এবং স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মিয়ানমার সেনাপ্রধানের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কর্তৃপক্ষ এখনো হামলাকারীদের পরিচয় জানে না।

রাখাইনের উত্তরাঞ্চলীয় পিয়ু মা ক্রিকে গত বছর মিয়ানমার সেনাবাহিনী সহিংস অভিযান পরিচালনা করেছিল। ওই অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয় ৭ লাখ ২০ হাজার রোহিঙ্গা।

জাতিসংঘের তদন্তকারীরা বলেছেন, ওই অভিযানে নৃশংসতার কারণে মিয়ানমার সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের গণহত্যার দায়ে বিচার হওয়া উচিত।
সুত্র : ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

মিয়ানমার জান্তা ঘনিষ্ঠদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

মিয়ানমারের সামরিক জান্তাঘনিষ্ঠ চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ ...

বিশ্বজুড়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের ব্ল্যাকলিস্ট, তালিকায় এক ডজন দেশ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ ও ভিসা পাওয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...