প্রকাশিত: ০৪/০২/২০২০ ৪:৪৯ পিএম

বিদেশ ডেস্ক::
জাতিসংঘের আপত্তি সত্ত্বেও সহিংসতা কবলিত রাখাইন রাজ্যে আবারও ইন্টারনেট বন্ধ করে দিতে টেলিকম কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে মিয়ানমার। নরওয়েভিত্তিক মোবাইল ফোন অপারেটর টেলিনর গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, সে দেশের পরিবহন ও যোগাযোগ বিষয়ক মন্ত্রণালয়ের এই নির্দেশনা রাখাইন ও চিন রাজ্যের পাঁচটি এলাকায় কার্যকর হবে। নিরাপত্তা ও জনস্বার্থকে কারণ হিসেবে উল্লেখ করে ‘সাময়িকভাবে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় ওই বিবৃতিতে। উল্লেখ্য, মাত্র ৫ মাস আগে এসব এলাকা থেকে ইন্টারনেটের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

মিয়ানমারের সেনাবাহিনী ও জাতিগত বিদ্রোহীদের মধ্যকার সংঘাত বন্ধে শান্তি আলোচনার প্রেক্ষাপটে গত বছরের সেপ্টেম্বরে রাখাইনের মংডু, বুথিডাং, রাথেডাং ও মাইবোন এবং চিন রাজ্যের একটি শহরে ইন্টারনেট সংযোগ পুনঃস্থাপন করা হয়। জুনে প্রথমবার দেশটির বেশ কিছু এলাকায় ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়। তখনকার চারটি শহরে এখনও ইন্টারনেট বন্ধ রয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে রাখাইন ও চিন রাজ্যের পাঁচটি শহরে ইন্টারনেট নিষেধাজ্ঞা কার্যকর হয়। আগামী তিন মাস এসব এলাকায় ইন্টারনেট বন্ধ থাকবে। টেলিনরের বিবৃতিতে বলা হয়েছে, তারা উন্মুক্ত যোগাযোগে বিশ্বাস করে।

মিয়ানমার সরকারের পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করা হয়নি।

গত বছরের নভেম্বরে ইন্টারনেট সংযোগ পুনঃস্থাপনের আহ্বান জানায় জাতিসংঘ। এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের পক্ষ থেকে সতর্ক করে বলা হয় ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় মিয়ানমারের মর্যাদার ওপর প্রভাব পড়ছে।

পাঠকের মতামত

বাংলাদেশি কর্মীদের জন্য ‘সুখবর’ দিল মালয়েশিয়া সরকার

মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন ...

ভারতে আশ্রিত আওয়ামী নেতাদের নিয়ে ক্ষোভে ফুঁসছেন মমতা, পশ্চিমবঙ্গ ছাড়ার হুঁশিয়ারি

বাংলাদেশে দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী শাসন চালিয়ে দেশ ছাড়তে বাধ্য হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ...

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের নির্যাতন করছে আরাকান আর্মি: এইচআরডব্লিউ

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর দমনমূলক নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে জাতিগত ...

রয়টার্সের প্রতিবেদনমিয়ানমারের বিরল খনিজে নজর যুক্তরাষ্ট্রের, বিদ্রোহীদের পক্ষে টানছে ট্রাম্প প্রশাসন

মিয়ানমারের বিরল খনিজ সম্পদের দিকে চোখ পড়েছে যুক্তরাষ্ট্রের। মিয়ানমারের বিরল খনিজে চীনের কর্তৃত্ব সরিয়ে নিতে ...

মিয়ানমার জান্তা ঘনিষ্ঠদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

মিয়ানমারের সামরিক জান্তাঘনিষ্ঠ চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ ...