প্রকাশিত: ০৯/০৮/২০২১ ৪:৪২ পিএম

বিগত ১০ দিন ধরে তুরস্কে জ্বলছিল দাবানলের আগুন। কোনোভাবেই যখন আগুন নেভাতে পারছিল না দেশটির সংশ্লিষ্ট বিভাগ, তখন বৃষ্টি এসে নিভিয়ে দিলো আগুন।

শনিবার (০৭ আগস্ট) দেশটিতে হওয়া ভারই বর্ষণে আপাতত রক্ষা পেয়েছে তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অধিবাসীরা। এএফপি।
এই বৃষ্টিকে দেশটির মুসলিম বাসিন্দারা রহমত বলে অবিহিত করেছেন।

এর আগে দাবানলে সৃষ্ট আগুনে তৎপর ছিল তুরস্কের দমকল বাহিনী। প্রতিবেশি দেশ ইরান, আজারবাইজান, ইউক্রেন, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন বাড়িয়ে দিয়েছিল সাহায্যের হাত।

দেশটির ৮১টি প্রদেশের মধ্যে ২০০ দাবানল ছড়িয়েছিল ৪৭টি প্রদেশে।

পাঠকের মতামত