সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের বোন রান্ডি জাকারবার্গ একটি ফ্লাইটে যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকো যাওয়ার পথে ফ্লাইটে এ ঘটনা হয়েছে বলে তিনি জানান।
তার অভিযোগ, গত ২৯ নভেম্বর আলাস্কা এয়ারলাইনসের একটি ফ্লাইটে মেক্সিকোর মাজাতলান যাওয়ার পথে পাশে বসা যাত্রী তার উদ্দেশে যৌন ইঙ্গিতপূর্ণ আপত্তিকর মন্তব্য করেন।
আর সে অভিযোগের একটি কপি নিজের ফেসবুক পোস্টে দিয়ে তিনি লেখেন, আলাস্কা এয়ারলাইনসের ফ্লাইটে পাশে বসা যাত্রীর বারবার বলে যাওয়া কুরুচিপূর্ণ, আপত্তিকর ও যৌন হয়রানিমূলক মন্তব্যের পর বিরক্ত ও অপমানিত বোধ করছি।