যশোর: সাংবাদিকদের উদ্দেশ্য করে ফেসবুকে অশ্লীল ভাষায় (কুকুর এবং সাংবাদিক হতে সাবধান) একটি স্ট্যাটাস দিয়েছেন মোহন কুমার পাল নামে এক মেডিকেল শিক্ষার্থী। পরে তার বিরুদ্ধে চৌগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিকরা।
মোহন কুমার পাল চৌগাছা উপজেলার নিয়ামতপুর গ্রামের পালপাড়ার বিনবন্ধু পালের পুত্র ও ফরিদপুর মেডিকেল কলেজে এমবিবিএস শেষ বর্ষের শিক্ষার্থী।
ফেসবুকে তার এক ফ্রেন্ড লিখেছেন এটা তো আপনার চরকমলাপুর হোস্টেলের দরজায় লেখা ছিল। মোহন আবার উত্তর দিয়েছে আমি বহুকাল আগে..
শনিবার দুপুর ১২টার দিকে চৌগাছা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জিয়াউর রহমান রিন্টু চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এসময় চৌগাছার সাংবাদিকরা তার সাথে ছিলেন।
এ বিষয়ে চৌগাছা থানার ওসি এম মসিউর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি আমলে নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
শীর্ষ নিউজ