প্রকাশিত: ১৮/০৯/২০১৬ ৭:৩৩ এএম

s-m-gafur-pic-17-09-2016প্রেস বিজ্ঞপ্তি :
উখিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, পালংখালী ইউনিয়ন পরিষদের তৎকালীন ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মরহুম নজির আহাম্মদ চৌধুরীর ২১ তম মৃত্যুবার্ষিকী আজ (১৮ সেপ্টেম্বর রোববার)। এ উপলক্ষ্যে দিন ব্যাপী কর্মসূচীর গ্রহণ করেছে মুক্তিযোদ্ধা মরহুম নজির আহাম্মদ চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন ও সন্তানদের পরিবার। কর্মসূচীর মধ্যে সকালে কোরআন খানি, ফাতেহা পাঠ, কবর জিয়ারত, বিকালে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে তবরুক বিতরণ আয়োজন রয়েছে। উল্লেখ্য তিনি ১৯৯৫ সালে ১৮ সেপ্টেম্বর উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালীস্থ নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মরহুমের উক্ত স্মরণানুষ্ঠানে সকল আত্মীয় স্বজন, দলীয় নেতাকর্মী, গুনগ্রাহী ও শুভাকাংখীদের যথা সময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন মরহুমের কনিষ্ঠ পুত্র উখিয়া উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পালংখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা মরহুম নজির আহমদ চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী।

পাঠকের মতামত

চাঁদাবাজির অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে রামু যুবদল নেতার এলোপাতাড়ি গুলি

রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর কাছে চাঁদাবাজির অভিযোগ করায় ক্ষিপ্ত ...

অস্ত্র কেনাবেচায় বিকাশ লেনদেন, কক্সবাজারে র‌্যাবের জালে তিন কারবারি

পর্যটনকেন্দ্রিক শহর কক্সবাজারের আড়ালে গড়ে উঠছে অস্ত্র কারবারিদের গোপন নেটওয়ার্ক। মাদক, মানবপাচার ও ছিনতাইয়ের পাশাপাশি ...