চট্টগ্রামের মীরসরাই থানার মিঠাছড়া এলাকায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি মো. মকবুল (৬০) অবশেষে ধরা পড়েছে র্যাবের হাতে। র্যাব-১৫ ও র্যাব-৭ এর যৌথ অভিযানে তাকে কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়ার গহীন পাহাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গত ১ অক্টোবর দুর্গাপূজার ছুটিতে বাড়িতে একা খেলা করার সময় নির্মাণাধীন ভবনের দারোয়ান মো. মকবুল — যাকে শিশুটি ‘নানা’ বলে ডাকতো — কৌশলে তাকে নিজের কক্ষে নিয়ে যায় এবং ধর্ষণ করে। শিশুটির কান্নার শব্দ শুনে মা ছুটে গেলে মকবুল পালিয়ে যায়। পরে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেন।
পরে শিশুটির বাবা বাদী হয়ে মীরসরাই থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামি পলাতক ছিলেন। র্যাব-৭ ঘটনার পর থেকেই ছায়া তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আসামি দাড়ি কেটে ছদ্মবেশে উখিয়ার পাহাড়ে আত্মগোপনে রয়েছেন।
গত ২ নভেম্বর বিকেলে র্যাব-১৫ ও র্যাব-৭ এর যৌথ দল অভিযান চালিয়ে মকবুলকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মকবুলের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর রাঙামাটিয়া (হামজার টিলা) এলাকায়।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মীরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।