প্রকাশিত: ২৮/০৩/২০২১ ৭:৪০ এএম

মিয়ানমারে সশস্ত্র দিবসে পুলিশের গুলিতে নিহত ১১৪
মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে শনিবার অন্তত ১১৪ বিক্ষোভকারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকে।

শনিবার দেশটির সশস্ত্র বাহিনী দিবসে এই হতাহতের ঘটনা ঘটলো।

স্থানীয় গণমাধ্যম মিয়ানমার নাও জানিয়েছে, মান্দালয়ে, ইয়াঙ্গুন, ইনসেরিন, লাসিও, বাগোসহ বিভিন্ন এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে।

এর আগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে নেপিদোতে এক অনুষ্ঠানে জান্তা সরকার প্রধান দেশটিতে আবারও নির্বাচনের প্রতিশ্রুতি দেন। তবে নির্বাচনে কোনো নির্দিষ্ট তারিখ জানাননি তিনি। এদিকে, সামরিক জান্তা হত্যা অব্যাহত রাখলে তার জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠীগুলো।

এর আগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে নেপিদোতে এক অনুষ্ঠানে জান্তা সরকার প্রধান মিন অং হ্লাইং দেশটিতে আবারও নির্বাচন দেয়ার অঙ্গীকার করেন। জান্তা সরকার মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় বলেও জানান তিনি।

মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং বলেন, দাবি আদায় করতে স্থিতিশীলতা ও নিরাপত্তায় প্রভাব ফেলে এমন সহিংস কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেয়া হবে না।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...