প্রকাশিত: ১৫/০১/২০২০ ১:৪০ পিএম

জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে ছোট্ট দেশ গাম্বিয়া যে মামলা দায়ের করেছে, সেই মামলায় জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে আগামী ২৩ জানুয়ারি।

মঙ্গলবার রাতে এ খবর প্রকাশ করেছে রয়টার্স। এর আগের দিন সোমবার গাম্বিয়ার বিচার বিষয়ক মন্ত্রণালয়ের টুইটারের পোস্ট থেকে এমন তথ্য জানা গেছে।

উল্লেখ্য, মিয়ানমারে রোহিঙ্গাদের প্রতি গণহত্যার অভিযোগে করা মামলার শুনানি অনুষ্ঠিত গত ১০ থেকে ১২ ডিসেম্বর নেদারল্যান্ডসের হেগে।

এর আগে গত ১১ নভেম্বর ২০১৯, আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে এ মামলাটি করেন গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও বিচারবিষয়ক মন্ত্রী আবুবকর তামবাদু। তাতে তিনি মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ আনেন। অন্তবর্তীকালীন জরুরি প্রতিকার চেয়ে আদালতে আবেদন করেন তামবাদু। সেই প্রেক্ষিতে আন্তর্জাতিক বিচার আদালত জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার এ তারিখ ঘোষণা করেন।

পাঠকের মতামত

আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধান প্রয়োজন: ড. ইউনূস

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং ন্যায়সঙ্গত উত্তরণের পথ নিশ্চিত করা প্রয়োজন বলে জানিয়েছেন ...

জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। এবারের নির্বাচনে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ...

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস

জাতিসংঘ সাধারণ পরিষদে হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। ...