উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮/১১/২০২২ ৩:৫৬ পিএম

প্রতিরোধ যোদ্ধাদের ক্ষিপ্র গ্রুপ পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) দেশজুড়ে সামরিক জান্তাদের উপর হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে। গ্রুপটি জানিয়েছে, তিনদিনে দেশটিতে ৭৬ জন জান্তা সেনা নিহত হয়েছে। ইরাবতি

বিক্ষুব্ধ মগওয়ে, মান্দালয়, সাগায়িং, বাগো, কায়া ও তানিনথারাই অঞ্চলে হামলা চালিয়ে জান্তাদের বিমান হামলা থাকা সত্ত্বেও একটি পুলিশ চৌকি দখল করে নিয়েছে পিডিএফ এবং সেই চৌকিটি পুড়িয়েও দেওয়া হয়। গ্রুপটির পক্ষ থেকে জানানো হয়েছে, আরো অনেক সেনা আহত হয়েছে।

অন্যদিকে সেনাবাহিনীর গুপ্ত হামলায় কারেন রাজ্যের প্রতিরোধ যোদ্ধাদের গ্রুপ কোবরা কলামের তিন সদস্য নিহত হয়েছে। নিহত তিনজনের মধ্যে রয়েছে ২৮ বছর বয়সী নারী নোউ এহ মুহ। তার একটি দল ছিল। সে মারা যায় সামনের সারির যোদ্ধাদের জন্য খাবার পাঠানোর সময়। তার মৃত্যুতে কোবরা কলামের কমান্ডার বলেছে, ‘আমাদের আকাশটা অন্ধকার হয়ে গেছে। কিন্তু আমাদের বেঁচে থাকতে হবে এবং স্বৈরাচার উৎখাতের জন্য লড়াই করে যেতে হবে।’

নোউ এহ মুহ বাংকারে থাকা যোদ্ধাদের জন্য সব ধরনের প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করত। কমান্ডার বলেছে, ‘বিপ্লবকে বাস্তবায়িত করার জন্য তার অবদান অনস্বীকার্য। সুত্র: আমাদের সময়

পাঠকের মতামত