উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০/১০/২০২২ ১১:০৪ এএম

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব) আক্তারুজ্জামান রঞ্জনকে ওয়াজ মাহফিলে জুতা নিক্ষেপ করছে উত্তেজিত জনতা।

শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের গচিহাটা কলেজ মাঠে এ ঘটনা ঘটে। ৪১ সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি ওয়াজ মাহফিলে হুজুরের বক্তব্যের সমালোচনা করায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

জানা গেছে, রফিক আল সুজন নামে এক যুবক ফেসবুকে জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে ভিডিও পোস্ট করে। ফেসবুক স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে ওই যুবক বলেন, সন্ধ্যায় মুফতি আরিফ বিন হাবীব সহিহ্ হাদিস নিয়ে বক্তব্য দেন। বক্তব্য শেষে সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান রঞ্জন মাইক হাতে নিয়ে এই বক্তব্যের বিষয়ে আপত্তি তোলেন। একপর্যায়ে উপস্থিত জনতা তার প্রতি ক্ষিপ্ত হয়ে জুতা নিক্ষেপ করেন।

এ বিষয়ে মেজর আক্তারুজ্জামান রঞ্জন গণমাধ্যমকে বলেন, ওয়াজের মঞ্চে হুজুরের বক্তব্য নিয়ে উপস্থিত জনতার মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। আমি পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছি। জুতা নিক্ষেপের বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তিনি অস্বীকার করেন।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন বলেন, এ ধরনের কোনো ঘটনার খবর পাইনি।

ভিডিও দেখতে ক্লিক করুন

সুত্র: আরটিভি

পাঠকের মতামত