
গোবিন্দগঞ্জ উপজেলার একটি কোরআন মাহফিলে বয়ান করার সময় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এক বক্তা। মহিমাগঞ্জ ইউনিয়নের বালুয়া গ্রামে শনিবার রাতে মাহফিল চলাকালে তিনি অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলে প্রথমে স্থানীয়ভাবে এবং পরে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৮ ডিসেম্বর) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মারা যাওয়া ওই বক্তা মাওলানা ফরিদুল ইসলাম (৩৫), গাইবান্ধা সদর উপজেলার হাটলীপুরের খামারগোবিন্দপুর গ্রামের খোকা মিয়ার ছেলে। তিনি মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক এবং ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম ছিলেন।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের মতে, চরবালুয়া গ্রামের একটি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত কোরআন মাহফিলে তিনি তৃতীয় বক্তা হিসেবে বয়ান শুরু করেছিলেন। কিন্তু বয়ান শুরুর কিছুক্ষণ পরই ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মঞ্চে পড়ে যান। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাঁকে আর বাঁচানো যায়নি।
সোমবার সকাল ১১টায় মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এবং বিকেলে নিজ গ্রামের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার হাটলীপুরের খামারগোবিন্দপুরে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মাত্র আড়াই বছরের এক পুত্র সন্তানের জনক মাওলানা ফরিদুল ইসলামের মৃত্যু ও দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের পরিচালক মোত্তালিব হোসেন সরকার।

পাঠকের মতামত