নিজস্ব প্রতিবেদক ::
নড়াইল ও ঢাকায় মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এছাড়া খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী এ.জে মোহাম্মদ আলি। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ২০১৫ সালে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে মানহানির মামলা করেন নড়াইলের রায়হান ফারুকী। অপরদিকে, বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির অভিযোগে ২০১৬ সালে খালেদার বিরুদ্ধে মানহানির আরেক মামলা করেন জননেত্রী পরিষদ সভাপতি এবি সিদ্দিকী।