রোহিঙ্গা সংকট দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিকভাবে জোরালো ক’টনৈতিক তৎপরতায় সমাধানের প্রত্যাশা করে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, যতদিন তারা এই দেশে আশ্রয়ে থাকবেন ততদিন পর্যন্ত আমাদের মানবিক সহায়তা অভ্যাহত রাখতে হবে। ২৬ জানুয়ারি সকাল ১০ টায় থাইংখালী হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে তিনি রোহিঙ্গাদের সাথে খোলামেলা আলোচনা করেন। আলোচনায় হাকিমপাড়া ক্যাম্পের হেড মাঝি হামিদ হোসেন বলেন, আমাদের কোনো অপরাধ নেই। আমরা মুসলমান এটাই আমাদের অপরাধ। রোহিঙ্গা মুসলমানদের ওপর চালানো বর্বরতায় আমরা প্রাণে বাঁচতে এখানে পালিয়ে এসেছি। মানুষ হিসেবে আমাদের মৌলিক চাহিদা পূরণ না হলে আমরা ফিরে যাব না। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের কক্সবাজার অঞ্চলের রিজুওয়ানাল ম্যানেজার মোহাম্মদ সুলতান উদ্দিন আহমদ, কক্সবাজার ব্রাঞ্চের ম্যানেজার ওসমান সরওয়ার, চকরিয়া ব্রাঞ্চের ম্যানেজার মোহাম্মদ ইউনুছ, বাংলাদেশ আনসার ভিডিপি ও প্রেসিডেন্ট স্বর্ণপদক প্রাপ্ত উখিয়া আনসার ভিডিপি কোম্পানি কমান্ডার জসিম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ আনসার ভিডিপি পদক প্রাপ্ত উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রোকেয়া বেগম, আলোকিত উখিয়া পত্রিকার সম্পাদক মিজানুর রশিদ মিজান উপজেলা প্রশিক্ষক মনজুর আলম প্রমুখ।