প্রকাশিত: ১৮/১১/২০২১ ৭:৪৬ পিএম

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সীমান্তের বেশ কিছু বাড়ির সামনে এখন বিজিবির সাঁটানো লাল সাইনবোর্ড। যাদের বাড়ির সামনে সাইনবোর্ড ঝুলছে তারা বিজিবির তালিকাভুক্ত মাদক চোরাকারবারি।

সামাজিকভাবে মাদক ব্যবসায়ীদের ওপর চাপপ্রয়োগ করতে বিজিবির এই ব্যতিক্রমী আয়োজন। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। পথচারীরা মাদক ব্যবসায়ীর বাড়ির সামনে রেড সাইনবোর্ড দেখে একটু সময় হলেও থমকে দাঁড়িয়ে তাদের প্রতি ঘৃণা প্রকাশ করেন।

অনেকেই আবার এ পথ এড়িয়ে চলেন। সম্প্রতি এ সাইনবোর্ড ঝুলিয়ে দেয় বিজিবি। এরপর থেকেই বিজিবির তালিকার বাহিরের যেসব মাদক ব্যবসায়ী রয়েছে তাদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠা।

স্থানীয় সূত্র জানায়, অনেক মাদক ব্যবসায়ী এখনো রয়েছে ধরাছোঁয়ার বাইরে। কৌশলে মাদক ব্যবসা করে অনেকেই বানিয়েছে নান্দনিক বাড়ি। বিজিবির তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীর বাড়িতে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়ায় ধরাছোঁয়ার বাইরে থাকা মাদক ব্যবয়াসীদের মধ্যে দেখা দিয়েছে অস্বস্তি।

বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএনএম সামাউন নবী চৌধুরী জানান, মূলত সামাজিকভাবে মাদক ব্যবসায়ীদের চাপপ্রয়োগ করতে ও জনগণের কাছে তাদের চিহ্নিত করতে এ উদ্যোগ নিয়েছে বিজিবি। পর্যায়ক্রমে ৫৫ বিজিবির তালিকাভুক্ত সব মাদক চোরাকারবারির বাড়িতেই সাঁটানো হবে এই লাল সাইনবোর্ড। মাদকের বিরুদ্ধে জিরো টালারেন্সে বিজিবি। যদি কেউ বিজিবি কর্তৃক সাঁটানো সাইনবোর্ড তুলে নেয় কিংবা মুছে ফেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...